সহানুভূতি পেতে কংগ্রেস কর্মীদের জামা ছিঁড়ছেন রাহুল! অভিযোগ বিজেপির

author-image
Harmeet
New Update
সহানুভূতি পেতে কংগ্রেস কর্মীদের জামা ছিঁড়ছেন রাহুল! অভিযোগ বিজেপির

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবারই কংগ্রেসের রাইসিনা অভিযান ও প্রধানমন্ত্রী মোদীর বাসভবন ঘেরাও ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল রাজধানী দিল্লিতে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল আন্দোলনের পুরোভাগে। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে রাজনৈতিক নাটকের অভিযোগ তুলল বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে পোস্ট করেছেন একটি ছবি। সেই ছবিতে রাহুলকে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা দীপেন্দর হুডাকে শক্ত করে ধরে থাকতে। তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মী। অমিতের দাবি, ওই সময় রাহুল চেষ্টা করছিলেন তাঁর সতীর্থের জামা ছিঁড়ে ফেলতে। সেই সঙ্গেই প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি পুলিশকর্মীদের লাথি মেরেছেন ও তাঁদের হাত ধরে মুচড়ে দিয়েছেন। 


অমিত তাঁর পোস্টে লিখেছেন, ”প্রিয়াঙ্কা গান্ধীর হাত মোচড়ানোর মুহূর্তের পরে এবার আরও একটা। রাহুল গান্ধী তাঁর সতীর্থ দীপেন্দর হুডার জামা ছিঁড়ে ফেলছেন, যাতে তা প্রতিবাদের একটা সুন্দর ছবি হতে পারে। এবং দিল্লি পুলিশকে এর জন্য দায়ীও করা যায়। গান্ধী ভাই-বোনরা তামাসা রাজনীতিতে দারুণ দক্ষ।”