করোনা বিধি নিষেধ পালনে গা-ছাড়া মনোভাব আমজনতার!

author-image
আপডেট করা হয়েছে
New Update
করোনা বিধি নিষেধ পালনে গা-ছাড়া মনোভাব আমজনতার!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমতেই বিধি নিষেধ পালনে গা-ছাড়া মনোভাব সাধারণ মানুষের।বাজার,দোকান,রাস্তা ঘাটে মাস্কবিহীন ঘোরাঘুরি ও সামাজিক দুরত্ব পালনে উদাসীনতার ছবি ব্যবসায়ী,দোকানদার থেকে আমজনতার। মানুষের মধ্যে এমন অসচেতনতার ছবি ধরা পড়তেই বাজারহাট,দোকান সহ রাস্তায় সচেতনতার পাশাপাশি অভিযানে নামলো খোদ ঘাটালের মহকুমা প্রশাসনের আধিকারিকরা।বৃহস্পতিবার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস,ঘাটাল এসডিপিও অগ্নীশ্বর চৌধুরী,ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক যৌথ ভাবে ঘাটাল শহর জুড়ে মাস্ক অভিযানে নামেন। এইদিন ঘাটাল শহরের কুঠিবাজার,কুশপাতা,পাঁশকুড়া বাসস্ট্যান্ড,বরদাচৌকান সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়।