নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ রঘুনাথপুর এক নম্বর ব্লকের অন্তর্গত মেট্যালা জুনিয়র হাইস্কুলে পড়ুয়াদের মারধরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। jজানা গিয়েছে, স্কুলের এক ছাত্রর ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। এই কারনে স্কুলের সমস্ত পড়ুয়াকেই মারধর করেছিলো আনন্দ মান্ডি নামের ওই শিক্ষক।
শুক্রবারের ঘটনার পরে ওই শিক্ষকের বিরুদ্ধে আদ্রা থানায় অভিযোগ দায়ের করেছিল পড়ুয়ারা। এবার ওই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালো মেট্যালা গ্রামের শতাধিক বাসিন্দা। একই দাবিতে ক্লাস বয়কট করলো স্কুলের পড়ুয়ারা। এর পাশাপাশি স্কুলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা বিক্ষোভ দেখিয়ে প্রধান শিক্ষককে প্রায় দু'ঘণ্টা তালাবন্দী করে রাখে। এবং পথ অবরোধ করে।
পরবর্তী সময়ে আদ্রা থানার পুলিশ প্রশাসন ও রঘুনাথপুর এক নম্বর ব্লক প্রশাসনের প্রতিশ্রুতিতে বিক্ষোভ প্রদর্শন উঠিয়ে নেই এবং তালাবন্দী করে রাখা স্কুলের প্রধান শিক্ষকর দরজা খুলে দেওয়া হয়।