নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারই একটি নামী সংবাদমাধ্যমে ভারতীয় অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরের আঙুলে চোট পাওয়ার সংবাদ প্রকাশিত হয়েছিল।রিপোর্টে দাবি করা হয়েছিল, আঙুলের চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ আগস্ট থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন ওয়াশিংটন।কিন্তু আজ সেই ওয়াশিংটনকেই চোট নিয়ে ডারহ্যামে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কাউন্টি একাদশের হয়ে ফিল্ডিং দেখে অবাক হয়ে গিয়েছেন অনেক অনুরাগীই।টুইটারে এই নিয়ে টুইট করতেও শুরু করে দিয়েছেন তাঁরা।তবে দ্বিতীয় ইনিংসে আঙুলে চোট নিয়ে ফিল্ডিং করা সত্ত্বেও ওয়াশিংটন কিন্তু ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।