‘এমটিভি রোডিজ’ খ্যাত রণবিজয় সিংহ সদ্যজাত পুত্রের কী নাম রাখলেন দেখে নিন

author-image
Harmeet
New Update
‘এমটিভি রোডিজ’ খ্যাত রণবিজয় সিংহ সদ্যজাত পুত্রের কী নাম রাখলেন দেখে নিন

নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহেই দ্বিতীয়বারের জন্য পিতৃত্বের সুখ লাভ করেছেন ‘এমটিভি রোডিজ’, ‘এমটিভি স্প্লিটসভিলা’ খ্যাত রণবিজয় সিংহআর আজ তিনি ইন্সটাগ্রামে নিজের সদ্যজাত পুত্রের নাম ঘোষণা করলেনরণবিজয় এবং তাঁর সহধর্মিণী প্রিয়াঙ্কা তাঁদের শিশুপুত্রের নাম রেখেছেন জাহানবীরশিশুকন্যা কায়নাত এবং শিশুপুত্র জাহানবীরের সঙ্গে ইন্সটাগ্রামে নিজের ছবি পোস্ট করে একথা জানিয়েছেন রণবিজয় নিজেতবে শিশুর নাম ঘোষণা করলেও, তাঁর মুখ কিন্তু এখনও জনসমক্ষে আনেননি সিংহ দম্পতি