নিজস্ব সংবাদদাতাঃ ভারতের তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা এবার প্রতিশ্রুতিমান অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে টোকিও অলিম্পিকে খেলতে নামছেন।তবে প্রথম ম্যাচেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সানিয়া-অঙ্কিতা।ভারতীয় টেনিস জুটির প্রতিপক্ষ হলেন ইউক্রেনের দুই যমজ বোন, ল্যুডমায়লা কিচেনক এবং নাদিয়া কিচেনক।তবে কিচেনক বোনদের মধ্যে নাদিয়ার সঙ্গে পরিচিত সানিয়া।মা হওয়ার পর গত বছর হোবার্ট ওপেনে নাদিয়ার সঙ্গে জুটি বেঁধেই কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন ভারতের টেনিস সুন্দরী।