ফের মার্কিন মুলুকে জনসমক্ষে চলল গুলি

author-image
Harmeet
New Update
ফের মার্কিন মুলুকে জনসমক্ষে চলল গুলি

নিজস্ব সংবাদদাতাঃ ফের মার্কিন মুলুকে জনসমক্ষে চলল গুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার ব্লুমিংটনের মল অফ আমেরিকার ভিতরে গুলি চালায় ১ দুষ্কৃতি। 






তারপরেই সে সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।