New Update
/anm-bengali/media/post_banners/RXEd2uJk1NpRR0Fc7Fud.jpg)
নিজস্ব সংবাদদাতা: হান্দওয়ারার ফলের বাজারে ক্রসিং-এ চেকিংয়ের সময়, পুলিশ, আর্মি ২১ আরআর এবং ৯২ বিএন সিআরপিএফ-এর যৌথ দলগুলি ৩ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা চেকিং পার্টিগুলিকে দেখে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিল। ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৭টি রাউন্ড গুলি ও ২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে দুষ্কৃতীদের কাছ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us