New Update
/anm-bengali/media/post_banners/CwBfy2JTBmHGZQe9RR4i.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পর্দায় ফিরছেন সনু সুদ। তবে সিনেমা নয়, মিউজিক ভিডিও দিয়ে এবার পর্দা কাঁপাবেন অভিনেতা। ডান্স কোরিওগ্রাফার ফারাহ খান এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন। পাঞ্জাবে গিয়ে শুট করে এসেছেন অভিনেতা কোরিওগ্রাফার জুটি। ২০১৪ সালের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’এর পর ফারাহ এবং সনু আবার একসঙ্গে কাজ করছেন । এই গানে সনু একজন চাষির পুলিশ অফিসার হয়ে ওঠার গল্প ফুটিয়ে তুলবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us