স্কোয়াশে ভারতের প্রথম পদক

author-image
Harmeet
New Update
স্কোয়াশে ভারতের প্রথম পদক

নিজস্ব সংবাদদাতাঃ স্কোয়াশের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক। অচিন্ত্য শিউলির পর বাংলার সৌরভ ঘোষাল পদক জিতলেন কমনওয়েলথ গেমসে। ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতের জন্য পদক জিতেছেন। সৌরভের পক্ষে ম্যাচের ফল ১১-৬, ১১-১, ১১-৪।