অর্পিতার বেলঘরিয়ার বাড়ি থেকে উদ্ধার সম্পত্তির নথি জমা দিল ইডি

author-image
Harmeet
New Update
অর্পিতার বেলঘরিয়ার বাড়ি থেকে উদ্ধার সম্পত্তির নথি জমা দিল ইডি

নিজস্ব সংবাদদাতাঃ অর্পিতার বেলঘরিয়ার বাড়ি থেকে উদ্ধার সম্পত্তির নথি জমা দিল ইডি। বেলঘরিয়ার ফ্লাট থেকে উদ্ধার ৪ কোটি ৩০ লক্ষের সোনার নথি জমা দিয়েছে ইডি।



নথিতে এক-একটি কঙ্কনের ওজন দেখানো হয়েছে ৫০০ গ্রাম। মিলেছে ১১ টি সোনার বালা। উদ্ধার হয়েছে ৮ টি সোনার বাট, ১৮ জোড়া সোনার দুল, ৯ টি নেকলেস, ৪ টি বড় হার, ৭ টি সোনার চেন। এছাড়াও ৫ টি আংটি ও একটি সোনার কলম।