New Update
/anm-bengali/media/post_banners/Kk3BM3oLHH7g5yZWHA1i.jpg)
নিজস্ব প্রতিনিধি: বুধবার একগুচ্ছ দাবিতে অন্ডালের খান্দরা ও লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আধিকারিকদের হাতে দাবি সনদ তুলে দিলেন আশা কর্মীরা। এদিন বেলা সাড়ে দশটা নাগাদ লাউদোহা বাস স্ট্যান্ড মোড় থেকে মিছিল করে আশা কর্মীরা লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আসেন। স্বাস্থ্য কেন্দ্র চত্বরে তাঁরা ধর্নায় বসে বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টাখানেক চলে এই বিক্ষোভ। তারপর আশা কর্মীদের একটি প্রতিনিধি দল ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক বিএমএইচও প্রবীর কুমার বাউরির হাতে দাবি সনদ তুলে দেন।
আশা কর্মীদের পক্ষে মৌসুমী রায়চৌধুরী জানান লাউদোহা ব্লকে ৭৩ জন আশা কর্মী রয়েছেন। আশা কর্মীদের সরকারি কাজের স্বীকৃতি, বকেয়া ইন্সেন্টিভ প্রদান, ঘোষণা মতো কোভিডে আক্রান্ত আশা কর্মীদের এক লক্ষ টাকা, ভ্যাকসিন ডিউটির জন্য বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না। অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া সহ ন'দফা দাবিতে এই দিনের ধর্না ও বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক প্রবীর কুমার বাউরী জানান, আশা কর্মীদের দাবি সনদ-টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
একই দাবিতে অন্ডালের খান্দরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আশা কর্মীরা। বিক্ষোভকারীদের পক্ষে আশা কর্মী ছলনা সিনহা জানান অন্ডাল ব্লকে আশা কর্মী হিসেবে কাজ করেন ৫৮ জন। বকেয়া সমস্ত মিটিয়ে দেওয়ার দাবিতে তাঁরা এদিন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us