/anm-bengali/media/post_banners/Aid22g2WZ1LK3U1hND8b.jpg)
​
জামবনি ব্লক জুড়েও হাতির দল তান্ডব শুরু করেছে। যেভাবে হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে তাতে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে। সেই সঙ্গে মাঠে গিয়ে আমন ধানের বীজতলা নষ্ট করে দিচ্ছে হাতির দল। এছাড়াও সবজি চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। যার ফলে যথেষ্ট চিন্তায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার চাষীরা। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর হাতির দল দাঁড়িয়ে থাকায় গ্রামীন এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। সেই সঙ্গে চাষের কাজ করার জন্য মাঠে যেতে পারছে না এলাকার বাসিন্দারা। বন দপ্তরকে বিষয়টি গ্রামবাসীরা জানিয়েছেন । বনদফতর এর পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যে ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে বাড়িতে মদ রাখতে যেমন নিষেধ করা হয়েছে, তেমনই মদ্যপ অবস্থায় বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। হাতির দলের গতিবিদের উপর বনদফতর-এর কর্মীরা নজরদারি শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us