New Update
/anm-bengali/media/post_banners/Td11XAoef08TvLgc8PcG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফরাসি সুপার কাপে বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। নান্তেসের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে তারা। জোড়া গোল করা ম্যাচের নায়ক নেইমার। একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও সের্জিও র্যামোস। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রতিপক্ষের ফুটবলারদের ড্রিবল করে গোলটি করেছেন মেসি।
⚽️ Leo Messi 🤩
🏆 #TDC2022pic.twitter.com/3EqTiL4bBp— Paris Saint-Germain (@PSG_English) August 1, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us