কমনওয়েলথে পরপর পদক, এবারেও কি পারবেন পুনম

author-image
Harmeet
New Update
কমনওয়েলথে পরপর পদক, এবারেও কি পারবেন পুনম

নিজস্ব সংবাদদাতাঃ ২০১৪ সাল থেকে কমনওয়েথ গেমসে যাত্রা শুরু করেছিলেন পুনম যাদব। ওয়েট লিফটিংয়ে ধারাবাহিকভাবে পদক জয় করে গড়েছেন নজির। ২০১৪ সালে ব্রোঞ্জের পদক জিতেছিলেন। সোনা ও রুপো জিতেছিলেন যথাক্রমে ২০১৫ ও ২০১৭ সালে। ২০১৮ সালের ইভেন্টেও সোনা পেয়েছিলেন তিনি।