নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বড় সাফল্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি (সাউথ)-এর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ২১ কোটি ৯০ লাখ টাকা। এরপর অর্পিতার বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটেও অভিযান চালান ইডি আধিকারিকরা। সেখানে একটি ফ্ল্যাটের থেকে উদ্ধার হয়েছিল নগদ ২৭ কোটি ৯০ লাখ টাকা। সব মিলিয়ে দুই বাড়ি থেকে পাওয়া যায় ৪৯ কোটি ৮০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকার উৎস কী, তা খুঁজে বের করার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরই মধ্যে সোমবার ফের একবার অর্পিতার বেলঘরিয়ার বাড়িতে হানা দিয়েছিলেন ইডি অফিসাররা। বেলঘরিয়া ক্লাব টাউনে ইডির আধিকারিকরা এদিন ফের একবার তল্লাশি চালান। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ।
ঘড়ির কাঁটায় তখন সন্ধে সাতটার কিছু বেশি। টানা দুই ঘণ্টা ধরে ফ্ল্যাট চত্বরের সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।