নিজস্ব সংবাদদাতাঃ প্রায় এক মাস ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছিল করোনা। বাড়ছিল সংক্রমিতের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৭৯ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৭৪ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৩৮ জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ৯৪, ৩২৭ জন।
একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে মোট ৬ জনের। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২,২৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ২০, ৫৯, ৪৬২ জন।