মানুষ মানছেন না লকডাউন, কার্ফু

author-image
Harmeet
New Update
মানুষ মানছেন না লকডাউন, কার্ফু

রাহুল পাসোয়ান, আসানসোলঃ করোনার তৃতীয় ঢেউ এর আগমণ ভাঁজ ফেলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের।ইতিমধ্যে রাজ্য সরকার রাত ৯টার পর সমস্ত কিছু বন্ধ করার নির্দেশ জারি করেছে। পাশাপাশি জারি করেছে নাইট কার্ফু। যদিও রাত ১০টার সময় এএনএম নিউজের ক্যামেরায় এক ভিন্ন ছবিই ধরা পড়ল। প্রথমে আসানসোল হটন রোড সংলগ্ন এলাকায় গেলে দেখতে পাওয়া যায় বাজার বন্ধ হয়ে গেলেও কিছু ফাস্ট ফুডের দোকান খোলা রয়েছে। পাশাপাশি সাধারণ দিনের মতো রাত ১০টার সময় সাধারন মানুষরা যাতায়াত করছেন, আর বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছে। এর পর আসানসোল কর্পোরেশন মোড়ে গিয়ে দেখা গেল সন্ধে বেলায় চায়ের দোকানে আড্ডা মারার মতো দৃশ্য। কর্পোরেশন মোড় সংলগ্ন এলাকায় বেশ কিছু চা-এর দোকান আর এই দোকানেই নাইট কার্ফুকে উপেক্ষা করে চলছে আড্ডা বাজি। আর এই  মোড় থেকে প্রায় দশ পা দূরে রয়েছে আসানসোল দক্ষিণ পুলিশ থানা। তাও নাইট কার্ফুর সময় দেখা মিলল না পুলিশের।