New Update
/anm-bengali/media/post_banners/aMYf0NXWu9Yh8e1lufy4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাতে পশ্চিমবঙ্গে ৪৯ লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কাচ্ছপ এবং নমন বিক্সাল কোঙ্গারিকে। রাতভর তিন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ও হাওড়া গ্রামীণ পুলিশ। ইতিমধ্যে তাঁদের সাসপেন্ড করেছে দল। এবার এই ঘটনার তদন্তভার তুলে নিল সিআইডি।
জানা গিয়েছে, পুলিশ ধৃতদের সিআইডির হাতে তুলে দিয়েছে। গাড়ি থেকে মেলা ৪৯ লক্ষ টাকার উৎস কী? তা জানার চেষ্টা চলছে। অন্যদিকে এই ৩ বিধায়কের ওপর দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us