New Update
/anm-bengali/media/post_banners/6GQzD3GmunbXZKMQsNT0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনানেতাসঞ্জয়রাউতেরঘরেইডিরহানা। জমিদুর্নীতিরকেসেসঞ্জয়রাউতেরবাড়িতেরবিবারসকালেইহানাদিলইডি। মূলতইতিপূর্বেবারংবারজমিদুর্নীতিরকেসেইডিরতরফেডাকাহয়েছেসঞ্জয়রাউতকে।আজসকাল৭টারসময়সঞ্জয়রাউতেরবাড়িতেহানাদেয়ইডি। তবে পরপর ট্যুইট করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সঞ্জয় রাউত।
তিনি শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শপথ নিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি বলেন, “কোনো কেলেঙ্কারির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শপথ নিয়ে বলছি..বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন.. আমি শিবসেনার হয়ে লড়াই চালিয়ে যাব”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us