টাকার উৎস নিয়ে এখনও মুখ খোলেননি ৩ কংগ্রেস বিধায়ক

author-image
Harmeet
New Update
টাকার উৎস নিয়ে এখনও মুখ খোলেননি ৩ কংগ্রেস বিধায়ক

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় পার্থ মামলার মধ্যেই গতকাল বাংলায় ৩৯ লক্ষ টাকা সহ আটক হয়েছেন ঝাড়খণ্ড কংগ্রেসের ৩ বিধায়ক। ফলে এবার কংগ্রেসের দিকে উঠছে অর্থ তছরুপের অভিযোগ। 



Bengal Police seize cash from Jharkhand Congress MLA - The Hindu


হাওড়া গ্রামীণ পুলিশ ও সিআইডি একযোগে রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়েছে ৩ বিধায়ককে। তবে জানা যাচ্ছে, অর্থ মামলায় ৩ বিধায়ক এখনও সঠিকভাবে কোনও উত্তর দেননি।