নিজস্ব সংবাদদাতাঃ সামান্য কমলেও এক হাজারের উপরে রইল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। মৃত্যুও বেড়েছে সামান্য। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১১৩ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৮.৩৩ শতাংশ।
শুধু কলকাতাতে একদিনে আক্রান্ত ২৩২ জন। সংক্রমণের দিক থেকে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৮২ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৮০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৫৯ জন।