New Update
/anm-bengali/media/post_banners/ajOSBnQzeOvNv3qpW005.jpg)
নিজস্ব প্রতিনিধি-অবশেষে প্রকাশ্যে এলো লক্ষী ছেলে ছবির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই ছবির টিজার নজর কেড়েছিল তারপর থেকেই ছবি নিয়ে এক কৌতুহলের সৃষ্টি হয়েছিল। মিনিট তিনেকের ট্রলারটি মূলত স্পষ্ট অন্ধবিশ্বাস, বিজ্ঞানের লড়াই নিচু জাত ও উঁচু জাতের সংঘর্ষ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায়, ঋত্বিকা পাল ও পূরব শীল আচার্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us