/anm-bengali/media/post_banners/e7geQh31W0yTcYfPPzve.jpg)
হরি ঘোষ, কাঁকসাঃ কাঁকসার মলানদিঘিতে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব। সোমবার রাতে গাড়ি ভাঙচুর, টিউবওয়েল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য উঠেও এসেছে। এই ঘটনায় একজন আক্রান্ত হয়েছেন। মলানদিঘি পুলিশ ফাঁড়ির বাইরেও বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গালিগালাজ করে বলে অভিযোগ। মানসিক ভারাম্যহীন যুবকের নাম পরেশ রুইরাস। এলাকা জুড়ে আতঙ্ক। মঙ্গলবার সকালেও তাণ্ডব চালালো ওই মানসিক ভারসাম্যহীন যুবক। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রয়েছে মলানদিঘী এলাকার যুবক পরেশ রুইদাস। প্রায় দিন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তান্ডব চালায় এলাকা জুড়ে। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। মলানদিঘি ক্যাম্পে ঢুকেও রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। যার জেরে রীতিমতো আতঙ্কের মধ্যে থাকে পুলিশ ফাঁড়ির কর্মীরাও। মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জী জানিয়েছেন, তিনি বিষয়টি জানলেন এবং ওই যুবকের যাতে করে সরকারিভাবে কোনো চিকিৎসা হয় সেই ব্যবস্থা করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us