New Update
/anm-bengali/media/post_banners/XXhuPljZvU7n8lQraqtA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পিজিডিএভি ইভিনিং কলেজে চলছে নিয়োগ। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ৩ টি। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটারে ৩৫ টি ওয়ার্ড ইংরাজিতে এবং ৩০ টি ওয়ার্ড হিন্দিতে প্রতি মিনিটে টাইপ করতে পারলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বয়স- ২৭ বছর।
বেতন- ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
আবেদনের জন্য পিজিডিএভি ইভিনিং কলেজের ওয়েব সাইট ভিসিট করুন (http://recruitment.pec.ac.in/)। আবেদনের শেষ তারিখ ১০.০৮.২০২২। আবেদন মূল্য হিসাবে ৫০০ টাকা লাগবে। মহিলা ও প্রতিবন্দীদের কোনও টাকা লাগবে না ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us