নিজস্ব সংবাদদাতাঃ ভুল করে ইঁদুর মারা বিষ মেশানো খাবার খেয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাদের প্যাসকেল ওয়াদি এলাকায়। পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সি এক মহিলা ম্যাগি বানানোর সময় ভুলবশত ইঁদুরের বিষ মেশানো টমেটো যোগ করেন। পুলিশ জানিয়েছে যে রেখা নিষাদ নামে ওই মহিলা ২১ জুলাই বাড়িতে ইঁদুর মারার জন্য টমেটোতে বিষ দিয়ে রেখেছিলেন। পরের দিন ভুলবশত ম্যাগি তৈরির সময় ওই বিষ মেশানো টমেটো দিয়ে দেন। মালভানি পুলিশের সাব ইন্সপেক্টর মুসা দেবর্ষি বলেন, "টিভি দেখার সময় ভুলবশত মহিলা তাঁর খাবারে বিষ মেশানো টমেটো দিয়ে ফেলেন। ম্যাগি খাওয়ার কয়েক ঘণ্টা পর তাঁর বমি শুরু হয়। তাঁর স্বামী তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ওই মহিলার মৃত্যু হয়।"