New Update
/anm-bengali/media/post_banners/bLDoGt9SwEwlS4cGQ01r.jpg)
নিজস্ব প্রতিনিধি-নেশা বিরোধী অভিযানে ত্রিপুরার পুলিশের সাফল্য তুলে ধরলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।তিনি জানান গত ১৪ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত নেশাদ্রব্য সংক্রান্ত মোট ১১৮টি মামলায় গ্রেপ্তার হয়েছে ১৭২ জন।
একই সঙ্গে পুলিশের হাতে উদ্ধার হয়েছে ২৫,৭৭৫ কেজি গাঁজা, ১৯,৫৮৪ বোতল কফ সিরাফ, ২২,২৬৭টি ট্যাবলেট এবং ৯১৭.২৩ গ্রাম হেরোইন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us