New Update
/anm-bengali/media/post_banners/Wt5WocjH6gqhd3FD66r7.jpg)
​
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২০২৫ সালের মধ্যে বিদায় নেবে ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমান। আগামী সেপ্টেম্বরে পুরনো মিগ-২১ যুদ্ধবিমানের বাকি চারটি স্কোয়াড্রনের মধ্যে একটিকে অবসরের জন্য পাঠাতে চলেছে ভারতীয় বায়ুসেনা। একই সঙ্গে ২০২৫ সালের মধ্যে বাকি তিনটি স্কোয়াড্রন আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। বায়ুসেনার কর্মকর্তারা এমনটাই জানিয়েছে।
বৃহস্পতিবারই রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২১-এর দু'আসনের একটি বিমান। এই ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলটের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে এই বিমান পেয়েছিল ভারতীয় বায়ুসেনা। গত ছয় দশকে ৪০০টিরও বেশি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে, যেখানে প্রায় ২০০ জন পাইলট প্রাণ হারিয়েছেন ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us