সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ১৫ টি কচ্ছপ সহ এক যুবককে গ্রেফতার করল দার্জিলিং জেলার শিলিগুড়ির বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগারা রেঞ্জের বন আধিকারিকরা। সুত্রের পাওয়া খবর অনুযায়ী প্রতিবেশী রাজ্য বিহার থেকে গঙ্গারামপুর হয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বেশ কয়েকটি কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া এলাকায় ফাঁদ পাতে বন আধিকারিকরা। বুধবার কাকভোরে, একটি বেসরকারি বাস থেকে ১৫ টি কচ্ছপ সহ বাবন সরকার নামে এক যুবককে গ্রেফতার করে বনকর্মীরা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১৫টি কচ্ছপ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিএফও জানান মুলত বিক্রির উদ্দেশ্যেই আনা হচ্ছিল কচ্ছপগুলোকে। গোপন সূত্রে খবর পেয়ে, গ্রেফতার করা হয়। এদিন ধৃতকে আদালতে পাঠানো হয়েছে ।