New Update
/anm-bengali/media/post_banners/SSxgQtlR2QhWq36RHITG.jpg)
নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরায় পুলিশের নতুন মহা নির্দেশক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আইপিএস অফিসার অমিতাভ রঞ্জন। প্রাক্তন পুলিশ মহা নির্দেশক ভি এস যাদবের স্থানে স্থলাভিষিক্ত হয় তার।"শ্রী অমিতাভ রঞ্জন, আইপিএস ২৮/০৭/২০২২ তারিখে ত্রিপুরার DGP, এবং HoPF, এর দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৮৮ ব্যাচের অন্তর্গত যার রাজ্যে বিভিন্ন ক্ষমতায় কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে।" বলে ত্রিপুরা পুলিশ টুইটে এই বার্তা শেয়ার করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us