New Update
/anm-bengali/media/post_banners/Ii4ixxNhEI7ZFfsHx1xR.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ বিশ্ব হেপাটাইটিস দিবস আর এই দিন উপলক্ষে সুস্থতার বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।তিনি বলেন, "হেপাটাইটিসের প্রধান কারণ হল অজ্ঞতা। আপনার জীবনকে এর মূল্য দিতে দেবেন না।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে, আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কখনোই আমাদের স্বাস্থ্যকে অবহেলা করব না এবং অন্য কাউকে এর অবহেলা করতে দেব না। চলুন, এই বিশ্ব হেপাটাইটিস দিবসটি আমরা সকলে এই রোগ হওয়ার কারণ ও রোগ নিরাময়ের বার্তা ছড়িয়ে দিনটি পালন করি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us