নিজস্ব সংবাদদাতা: দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার পুরোটাই পার্থ চট্টোপাধ্যায়ের। জেরায় দাবি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। একাধিক রিপোর্টে তা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ইডির তরফে সরকারিভাবে মুখ খোলা হয়নি।ইডির সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, গত কয়েকদিন জিজ্ঞাসাবাদ-পর্বে সহযোগিতা করছেন। সেই রেশ ধরেই অর্পিতা দাবি করেছেন, টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তার পুরোটাই পার্থের অর্থ। মাঝেমধ্যেই পার্থের লোকজন ফ্ল্যাটে আসতেন। টাকা রেখে দিয়ে যেতেন। সেই বিষয়টি তিনি জানলেও এত বিপুল পরিমাণে যে টাকা রাখা হচ্ছে, তা নিয়ে ন্যূনতম ধারণা ছিল না।