এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার

author-image
Harmeet
New Update
এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও টাকার পাহাড় উদ্ধার। চলছে গণনা। এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। আরও টাকার পাহাড় রয়েছে। ৫ টি টাকা গোনার মেশিন দিয়ে চলছে গণনা। 




Actor, model, TMC minister's 'close aide' — who's Arpita Mukherjee,  arrested in SSC scandal


উল্লেখ্য, ইতিপূর্বেই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এখানে তার থেকেও বেশি টাকা রয়েছে বলে জানা যাচ্ছে।