সন্ত্রাসী হামলার এক মাস পর কাবুল গুরুদ্বারের কাছে বোমা বিস্ফোরণ

author-image
Harmeet
New Update
সন্ত্রাসী হামলার এক মাস পর কাবুল গুরুদ্বারের কাছে বোমা বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতা: পবিত্র স্থানে ইসলামিক স্টেটের সদস্যদের হামলার এক মাস পর বুধবার কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারের কাছে একটি বোমা বিস্ফোরিত হয়।
তিনি বলেন, শিখ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গেছে। আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে," বলেছেন ভারতীয় বিশ্ব ফোরামের সভাপতি পুনিত সিং চাঁদহোক।

গত মাসে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) গুরুদ্বারে হামলা চালায়, যেখানে কয়েক ডজন শিখ ও তালেবান সদস্য নিহত হয়। আফগানিস্তানে শিখ সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুরা সহিংসতার শিকার হয়েছে।