নিজস্ব সংবাদদাতাঃ ফের উপত্যকার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মিলল। সূত্রের খবর, জম্মুর সাতওয়ারি এলাকায় এই ড্রোন দেখা গিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জম্মুর আকাশে বারবার ড্রোনের দেখা মিলছে। গোয়েন্দাদের সন্দেহ, উপত্যকায় বড় রকমের কোনও হামলার ছক কষছে জঙ্গিরা।