New Update
/anm-bengali/media/post_banners/iodesAUq9wUA5dvB201y.jpg)
নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই হড়পা বান এল পিংলার গঞ্জের খালে। যেই খাল কপালেশ্বরী নদীর ব্রাঞ্জ খাল নামে পরিচিত। আজ দুপুরে হঠাৎ করেই হড়পা বান আসে। যার যেরে পিংলার জোড়াবাঁধে অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় পিংলার সঙ্গে বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এখনও পর্যন্ত একই অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষজন। এই খবর পাওয়ার পরেই খাল পরিদর্শন করতে উপস্থিত হন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি ও জেলা পরিষদ সদস্য সেক সবেরাতি সহ অনান্যরা। আগামীকাল থেকে অস্থায়ী ব্রীজের কাজ হবে বলে জানান তাঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us