রাজ কুন্দ্রার গ্রেফতার নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা

author-image
Harmeet
New Update
রাজ কুন্দ্রার  গ্রেফতার নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা

​নিজস্ব সংবাদদাতাঃ রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে নিজেদের মতামত রেখেছে অনেকজন। এবার সেই নিয়ে সরব কঙ্গনা। কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন আজ ' এই জন্যই আমি বলি , সিনেমা ইন্ডাস্ট্রি একটা চকচকে জিনিস। তবে চকচকে জিনিস সব সময় সোনা হতে পারে না। আমার আগামী ছবি " টিকু ওয়েডস শেরু "- তে আমি এমনি অনেক অন্ধকার দিকের কথা তুলে ধরেছি। আমাদের দরকার একটা স্বচ্ছ সাংস্কৃতিক পরিবেশ।