নিজস্ব সংবাদদাতাঃ অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে কংগ্রেসের চার সাংসদকে সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করে তিনি জানিয়েছেন, সাসপেনশনের মেয়াদ চলতি বাদল অধিবেশনের বাকি দিনগুলোর জন্য। সাসপেন্ড হওয়া চার কংগ্রেস সাংসদ হলেন, তামিলনাড়ুর মনিকম টেগোর (বিরুধনগর) ও জ্যোতিমণি সেন্নিমালাই এবং কেরলের টিএন প্রতাপন (ত্রিশূর) ও রম্য হরিদাস (কোঝিকোড়)। তাঁদের বিরুদ্ধে স্পিকারের নির্দেশ অমান্য করে অধিবেশন চলাকালীন পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে পদক্ষেপ করা হয়েছে। আগামী ১২ অগস্ট পর্যন্ত সংসদের চলতি বাদল অধিবেশন চলবে। ওই সময়সীমা পর্যন্ত চার কংগ্রেস সাংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন না বলে সোমবার জানিয়েছেন স্পিকার।