New Update
/anm-bengali/media/post_banners/aHhsKQuK6tIOMSfB6PGF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজরাষ্ট্রপতিহিসাবেশপথনিলেনদ্রৌপদিমুর্মু।তিনিইদেশেরপ্রথমআদিবাসীরাষ্ট্রপতি। জাতীয়সঙ্গীতেরমাধ্যমেপ্রক্রিয়াশুরুহয়েছে। দ্রৌপদি মুর্মুশপথবাক্যপাঠকরেছেনইতিমধ্যেই।প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদিসহএকাধিককেন্দ্রীয়মন্ত্রীশপথবাক্যঅনুষ্ঠানেউপস্থিতরয়েছেন।
শপথ বাক্য পাঠের পর আদিবাসী সম্প্রদায়ের হয়ে বক্তব্য রাখলেন দ্রৌপদি মুর্মু।তিনি বলেন, “আমার কাছে সন্তোষজনক যে, যারা বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত ছিল - দরিদ্র, দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী- তারা আমাকে তাদের প্রতিচ্ছবি হিসাবে দেখতে পারবে। আমার মনোনয়নের পেছনে দরিদ্রদের আশীর্বাদ রয়েছে, এটি কোটি কোটি নারীর স্বপ্ন ও ক্ষমতার প্রতিফলন”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us