নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮১৭ জন। একদিনে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৬ জন। পজিটিভিটি রেট ১২.৪ শতাংশ।
সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। এর ঠিক পরেই উঠে এসেছে বীরভূম। বীরভূমে একদিনে নতুন করে আক্রান্ত ২৩৮ জন। তৃতীয় স্থানে চলে গিয়েছে উত্তর ২৪ পরগনা।