New Update
/anm-bengali/media/post_banners/OWksj97qfn86FGDuzX0M.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। মিনিস্ট্রি অফ টেক্সটাইলে মাধ্যমিক পাসে চাকরির সুযোগ রয়েছে। অ্যাটেনডেন্ট পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ১৬ টি (ওয়েভিং-১৩, প্রসেসিং- ৩)। মাধ্যমিক পাসের সঙ্গে প্রসাঙ্গিক বিষয়ে আইটিআই বা ডিপ্লোমা করা থাকলে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হলে চলবে না। সরকারি চাকরিজীবীরা ৪০ বছর বয়স পর্যন্ত চাকরির জন্য আবেদন করতে পারবে।
বেতন- ১৮,০০০ থেকে ৫৬,৯০০।
আবেদনের জন্য আবেদন ফর্ম ফিলাপ করে এই ঠিকানায় চিঠি পাঠান (ডিরেক্টর, ওয়েভার্স সার্ভিস সেন্টার, বি-2 উইভার্স কলজি, ভারত নগর, দিল্লি – ১১০০৫২)। www.handlooms.nic.in লিঙ্কে গিয়ে ফর্ম দেখে নিন। আবেদনের শেষ তারিখ ২৩.০৮.২০২২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us