জোর কদমে চলছে পতাকা তৈরির কাজ

author-image
Harmeet
New Update
জোর কদমে চলছে পতাকা তৈরির কাজ

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের আগে গুজরাটের সুরাটের ফ্যাব্রিক মিলগুলিতে পুরোদমে কাজ চলছে। সরকারের 'হর ঘর তেরঙ্গা' অভিযানের কথা ভেবে মিলের কাজ চলছে জোর কদমে। "ফ্যাব্রিকটি আমাদের ডিজাইনাররা বিশেষভাবে প্রস্তুত করেছেন। পতাকার তিনটি রঙ উভয় দিক থেকে ঠিক একই রকম বলে মনে হবে। প্রায় ২,৫০০-৩,০০০ জন মহিলা কর্মী এবং ১,০০০ পুরুষ কর্মী কাজ করছেন", জানিয়েছেন এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর।