১০টি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ

author-image
Harmeet
New Update
১০টি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধিঃ ১০টি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ।  বিগত ১৯শে জুলাই দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা বন্যপ্রাণী চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ১০ টি বিরল প্রজাতির পাখি (হোমিং কবুতর) উদ্ধার করেছে। এই সমস্ত পাখি গুলো  সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা সীমান্ত চৌকি ডোবারপাড়া হয়ে পাচারের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছিল। ১৫৮ ব্যাটালিয়নের জওয়ানরা ইছামতি নদীর (আন্তর্জাতিক সীমান্ত) কাছে একটি বিশেষ অ্যাম্বুশ লাগিয়েছিল। প্রায় ১১ টার সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা ২ সন্দেহভাজন ব্যক্তির (চোরাচালানকারী) গতিবিধি প্রত্যক্ষ করেছিল, যারা ইছামতি নদী পার হয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। অ্যাম্বুশ পার্টি চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ জানালে তারা ইছামতি নদীতে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয়। জওয়ানরা এই অঞ্চলে  তল্লাশি চালালে সেখানে দুটি বড় খাঁচা পাওয়া যায়, যার মধ্যে ১০টি বিরল প্রজাতির পাখি (হোমিং কবুতর) ছিল।