কেন কেজরিওয়াল কাগজপত্রে সই করতে তাড়াহুড়ো করেছিলেন, প্রশ্ন মীনাক্ষী লেখির

author-image
Harmeet
New Update
কেন কেজরিওয়াল কাগজপত্রে সই করতে তাড়াহুড়ো করেছিলেন, প্রশ্ন মীনাক্ষী লেখির

নিজস্ব সংবাদদাতা : আবগারি নীতি বিতর্কের মাঝে সুর চড়ালেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তিনি প্রশ্ন তোলেন, কেন কেজরিওয়াল কাগজপত্রে সই করতে তাড়াহুড়ো করেছিলেন? আবগারি নীতির বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপি নেত্রী অভিযোগ করেছেন,'দিল্লিতে বেআইনিভাবে মদের নীতি গ্রহণ করা হয়েছে এবং দিল্লির মানুষকে প্রতারিত করা হয়েছে।কেজরিওয়াল জিকে তথ্যের ভিত্তিতে এই কেলেঙ্কারির সম্পূর্ণ বিবরণ দেওয়া উচিত। এজেন্ডা নির্ধারণ না করেই কাগজপত্রে সই করার এত তাড়া কেম ছিল?তারা মদ সংস্থাগুলির সুবিধার জন্য নিয়ম লঙ্ঘন করে যে সিদ্ধান্তগুলি নিয়েছে, তাতে জনগণের ক্ষতি হয়েছে।'







মীনাক্ষী লেখি দিল্লির মুখ্যমন্ত্রীকে ২০২১ সালের অক্টোবরে নির্দিষ্ট কিছু মদ সংস্থাকে আবগারি দফতরের জারি করা নোটিশ সম্পর্কে প্রশ্ন করেন। তিনি জানতে চান, "কেজরিওয়ালজীকে বলা উচিত যে ২৫ অক্টোবর, ২০২১-এ আবগারি দফতর সেই সংস্থাগুলিকে নোটিশ দিয়েছিল, যেগুলিকে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল৷ এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? ১৪ জুলাই, ২০২২-এ ক্যাবিনেট নোট ছাড়াই, আইন না মেনে একই সংস্থাগুলিকে ১৪৪.৩৬ কোটি টাকা রিবেট দেওয়া হয়েছিল?"