নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৩৯৯ জন। তারপরই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৩৯৬ জন। রাজ্যে একদিনে করোনার বলি ৬ জন। পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ।