নিজস্ব সংবাদদাতাঃ রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার জল সীমানায় প্রবেশ করায় আটক করা হল ৬ মৎস্যজীবীকে। ব্লক বে এলাকার মধ্যে ঢুকে পড়ায় ওই ৬ মৎস্যজীবীকে শ্রীলঙ্কার নৌসেনা আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ৬ মৎস্যজীবীকে থালাইমান্নারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
মাছ ধরতে যাওয়া ৬ মৎস্যজীবী হল- কারিয়ুরের এন পালামুরুগান (৩২); থাঙ্গাচিমাদস্মের ডি অ্যান্টনি (৩৮) এবং কে অর্জুনন (২৩); রামেশ্বরমের জে মাদুকু পিচাই (৪৫); রামেশ্বরম শিবগামি নগরের কে থাঙ্গাপান্ডি (৫৫) এবং রাজা (২১)।