একুশের সমাবেশে যোগ দেবেন শহিদ বন্ধন দাসের পরিবার

author-image
Harmeet
New Update
একুশের সমাবেশে যোগ দেবেন শহিদ বন্ধন দাসের পরিবার

নিজস্ব সংবাদদাতা : করোনা বাধা পেরিয়ে মূল ছন্দে তৃণমূলের শহিদ দিবস। প্রতিবারের মতো এবারেও ধর্মতলায় তৃণমূলের একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার।

শ্যামবাজারের ডালিমতলা লেনে পুরসভার আবাসনে থাকেন বন্ধনের মা ধর্মিদেবী ও ভাই অনুপ দাস। সরকারের তরফে বন্ধনের ভাইকে রেলে চাকরি দেওয়া হয়।