New Update
/anm-bengali/media/post_banners/VvpSZrGsbTC53Omyf5i8.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের আকবর রোড সংলগ্ন মন্দিরের শেডের সূচনা হলো পুর-মাতার হাত ধরে। লক্ষাধিক টাকা ব্যয় করে হতে চলেছে এই শেডটি। বুধবার দুপুরে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন পুর-মাতা রিনা চৌধুরী। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব এবং এলাকাবাসীরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মন্দিরের পাশেই শেড গড়ে উঠুক। সেই দাবির কথা মাথায় রেখেই এই কাজের সূচনা করেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us