৫৮ বছর বয়সী বৃদ্ধকে খুনের অভিযোগ,আটক ছেলে

author-image
Harmeet
New Update
৫৮ বছর বয়সী বৃদ্ধকে খুনের অভিযোগ,আটক ছেলে

নিজস্ব প্রতিনিধি-নিজের বাড়ির পাশ থেকেই উদ্ধার ৫৮ বছর বয়সী অরুণ দাস নামে এক ব্যক্তির মৃতদেহ।ঘটনা ত্রিপুরার আড়ালিয়ার,খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।এই অপরাধে জড়িত পরিবারের কয়েকজনকে অভিযুক্ত করে তথা অরুণ দাসের পুত্রবধূ এবং পুত্রবধূর মায়ের ওপরে গ্রামবাসীরা চড়াও হয়। সেই সঙ্গে পরিবেশ চাঞ্চল্যকর হয়ে ওঠে।স্থানীয়দের অভিযোগ ছেলে এবং ছেলের বউ মিলে অরুণ দাসকে খুন করেছে। পুলিশ নিহতের ছেলে রুপক দাসকে আটক করেছে।মৃতের শরীরে উপরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে সন্দেহ করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ পোস্ট মর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।