নিজস্ব সংবাদদাতা: বর্ধমানের পর এবার বিষমদে মৃত্যুর অভিযোগ মিলল হাওড়ার ঘুসুড়িতে। মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে ৬ জনের বলে অভিযোগ উঠেছে। আর তারপরই শুরু হয়েছে রাজনৈতিক আক্রমণ। সুকান্ত মজুমদার থেকে সিপিআইএমের সুজন চক্রবর্তী সরকারকে আক্রমণ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলায় মদ–লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ। সরকারের সব থেকে বেশি আয় এই মদ থেকে। মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে যে টাকা দিচ্ছেন, তা চলে যাচ্ছে পরিবারের পুরুষদের হাতে। সেই টাকায় তারা মদ খাচ্ছে। তাই এভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে।’